ঢাকায় ভূমিকম্প

বিডিনিউজ২৪
Published : 18 March 2012, 03:22 AM
Updated : 18 March 2012, 03:22 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ২ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূপর্যবেক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ভূকম্পনের উৎস ছিল ঢাকার ৩৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে।"

ভূমিকম্পের বিষয়ে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি। তবে ঢাকার পাশের মধুপুর চ্যুতি সক্রিয় হওয়ায় এটি ভূমিকম্পের কেন্দ্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকার মিরপুর, উত্তরা ও বাসাবো থেকে কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানান। উত্তরায় ভবনগুলো বেশ দুলে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভূকম্পন অনুভূত হলেও কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯১২ ঘ.