১১ শ’ বাংলাদেশি লিবিয়া ছেড়েছেন

বিডিনিউজ২৪
Published : 26 Feb 2011, 03:00 PM
Updated : 26 Feb 2011, 03:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সহিংসতার কারণে ১১ শ'র মতো বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে গ্রিস ও তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

লিবিয়া পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সচিব মিজারুলে কায়েস এ তথ্য জানান।

দুই-এক দিনের মধ্যে আরো অন্তত ছয় হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে এই মুহূর্তে লিবিয়ায় অবস্থানকারী সব বাংলদেশিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সচিব।

তিনি জানান, আটশোর বেশি বাংলাদেশি লিবিয়া ছেড়ে গ্রিসের পথে রওনা হয়েছেন। সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় প্রবেশে করেছেন আরো অন্তত তিনশ' জন। বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়টি তদারক করতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মকর্তাকে সীমান্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

এছাড়া বাংলাদেশিরা যাতে পাসপোর্ট ও ভিসার মতো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মিশর ও তিউনিসিয়ায় আশ্রয় নিতে পারেন, সেজন্য দেশদুটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০১৬ ঘ.