‘হুমায়ূন এলেন নিজের আঁকা ছবি নিয়ে’

বিডিনিউজ২৪
Published : 27 March 2012, 10:14 AM
Updated : 27 March 2012, 10:14 AM

লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্ক, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বাংলাদেশ মিশনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা আর প্রবাসী বাংলাদেশিসহ অনেকেই এসেছিলেন। তবে সবাইকে ছাপিয়ে অনুষ্ঠানের মধ্যমনি হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ, যিনি সঙ্গে এনেছিলেন নিজের আঁকা দুটি ছবি।

হুমায়ূনের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনও সোমবারের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে আসার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া হুমায়ূন।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং মহাসচিবের চিফ অব স্টাফ বিজয় নাম্বিয়ার, জাতিসংঘে ১৯৪ সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে গঠিত পিআর সংস্থার প্রেসিডেন্ট বীরগণিম আইতিমোভা, সাধারণ অধিবেশনের সভাপতির জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা আনোয়ারুল করিম চৌধুরী, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রোজমেরি এ ডিকার্লোসহ জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

নিউইয়র্কে বসবাসরত ২১ জন মুক্তিযোদ্ধা কেক কেটে স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানের সূচনা করেন। আরেকটি কেক কাটেন জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনের সভাপতি নাসের আব্দুল আজিজ আল নাসের।

হুমায়ূন নিজের আঁকা ছবি দুটি উপহার দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরীকে। গ্রাম বাংলার এ দুটি ছবি নিউ ইয়র্কে বসেই এঁকেছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই এ জনপ্রিয় কথা সাহিত্যিকের স্বাস্থের খোঁজ-খবর নেন।

বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। ৬৩ বছর বয়সী এই লেখককে সরকার জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় এর পরপরই।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নাসের আব্দুল আজিজ বলেন, "বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে যাচ্ছে, যা সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাংলাদেশ সফরকালীন বক্তব্যে স্পষ্ট হয়েছে।"

বিজয় নাম্বিয়ার এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের পাঠানো বাণী পড়ে শোনান।

স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অর্ধশতাধিক দেশের কূটনীতিকরা এ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের চৌধুরী তাদের স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/১৪১৮ ঘ.