পরমাণু কেন্দ্রের ক্ষতি হলে দায় অপারেটরের

বিডিনিউজ২৪
Published : 29 March 2012, 07:25 AM
Updated : 29 March 2012, 07:25 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে বিদেশি অপারেটরের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রেখে একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন-২০১২ এই অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কমিটির যাচাই বাছাই শেষে প্রস্তাবটি পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

এর আগে গত ২ জানুয়ারি 'বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন' এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য গত বছর গত ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে 'সহযোগিতা চুক্তি' করে বাংলাদেশ।

সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করে পাঁচ বছরের মধ্যে তা শেষ করার আশা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২৩৫ ঘ.