‘সু চিকেও আমার মতো সংগ্রাম করতে হয়েছে’

বিডিনিউজ২৪
Published : 4 April 2012, 06:47 AM
Updated : 4 April 2012, 06:47 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে বিপুল বিজয় পাওয়ায় মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "নির্বাচনে সু চির দল বড় বিজয় পেয়েছে। তাকে অভিনন্দন জানাই।"

"তাকেও আমার মতোই সংগ্রাম করতে হয়েছে", যোগ করেন শেখ হাসিনা।

রোববার মিয়ানমারের পার্লামেন্টের উপ নির্বাচনে নিজের আসনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নোবেল বিজয়ী সু চি, যাকে গণতন্ত্রের দাবিতে আন্দোলনের কারণে দুই দশক গৃহবন্দি থাকতে হয়।

পার্লামেন্টের ৪৫টি আসনে এই উপ নির্বাচনে ৪৪টিতে অংশ নিয়ে সবগুলোতেই জয় পায় সু চির দল এনএলডি।

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই।

গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বঙ্গোপসাগরে এক লাখ সাত হাজার বর্গকিলোমিটার চেয়ে বাংলাদেশ এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২৫০ ঘ.