অবশেষে আইএমএফের ঋণ অনুমোদন

বিডিনিউজ২৪
Published : 12 April 2012, 05:53 AM
Updated : 12 April 2012, 05:53 AM

শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ এক বছর ঝুলে থাকার পর চারটি খাতে সংস্কারের কঠিন শর্ত মেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে একশ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ।

আইএমএফের নির্বাহী পর্ষদ বৃহস্পতিবার ৬৩.৯৯ কোটি সিঙ্গাপুরি ডলারের (প্রায় ৯৮.৭০ কোটি মার্কিন ডলার) এই ঋণ অনুমোদন করে।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণের অর্থ তিন বছরের মধ্যে কয়েক ধাপে ছাড় করা হবে, যার প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

লেনদেন ভারসাম্য নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ সরকার এক বছরের বেশি সময় ধরে আইএমএফের এই ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল।

চলতি অর্থবছরের জুলাই- নভেম্বর সময়ে লেনদেন ভারসাম্যে বাংলাদেশের ঘাটতি দাঁড়িয়েছে ৯৭.৮০ কোটি মার্কিন ডলার, আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৮.৪ কোটি মার্কিন ডলার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএমএফ বলেছে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অবস্থান সুসংহত করে আরো এগিয়ে নেওয়া এবং প্রবৃদ্ধির ধারা আরো শক্তিশালী করার কাজে সহযোগিতা দিতেই বাংলাদেশকে এই ঋণ দেওয়া হচ্ছে।

তবে এ জন্য ঋণ পাওয়ার তিন বছরে দেশের আর্থিক খাতে গতিশীলতা আনা, সম্পদের সংগ্রহ বাড়ানো, সামাজিক ও উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনা, অবকাঠামো উন্নয়ন, রপ্তানিমুখী বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য চারটি খাতে সংস্কার চালাতে হবে সরকারকে।

আর্থিক নীতি, মুদ্রানীতি ও বিনিময় হার, আর্থিক খাত ও বিনিয়োগ খাতে এই সংস্কার চালাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০৯৪০ ঘ.