সুরঞ্জিত দপ্তরবিহীন মন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 17 April 2012, 03:05 PM
Updated : 17 April 2012, 03:05 PM


ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সহকারীর 'অর্থ কেলেঙ্কারীর' দায় নিয়ে পদত্যাগের ঘোষণার পরদিন সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করেছে সরকার।

মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণীতে বলা হয়, "১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধির ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৩ ঘ.