ইলিয়াস আলীর খোঁজ চেয়ে স্ত্রীর রিট

বিডিনিউজ২৪
Published : 19 April 2012, 06:03 AM
Updated : 19 April 2012, 06:03 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলীকে অবিলম্বে আদালতে হাজির করতে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা।

তার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৃহস্পতিবার সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করার পর তা বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চে উপস্থাপন করা হয়।

বিকেলে এ বিষয়ে শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান খোকন।

রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ ঘটনায় তাহসিনা রুশদী লুনা বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

এদিকে সাবেক সাংসদ ইলিয়াসের অন্তর্ধাণের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান না পেয়ে বিএনপি অভিযোগ করেছে, তাকে 'গুম' করা হয়েছে।

এ জন্য সরকারকে দায়ী করে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১২০ ঘ.