ইউনূসের রিট খারিজ

বিডিনিউজ২৪
Published : 8 March 2011, 09:28 AM
Updated : 8 March 2011, 09:28 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করার দুটি রিট খারিজ করে দিয়েছে আদালত।

বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার বেলা তিনটায় এই আদেশ দেন।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণে বুধবার আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ওই আদেশের বৈধতা নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন ইউনূস।

ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের নয়জন একই দিন হাইকোর্টের একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

বৃহস্পতি, রবি ও সোমবার তাদের এ আবেদনের ওপর শুনানি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২০ ঘ.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
:: দৃষ্টি আকর্ষণ ::
সকল ব্লগার ও মন্তব্য দাতার কাছ থেকে মূলত বাংলায় মন্তব্য করার অনুরোধ করা যাচ্ছে
কারণ বাংলা ব্লগে বাংলায় মন্তব্য ব্লগারদের কাছে গ্রহণযোগ্য বেশি।
মন্তব্য ঘরের নীচে ইউনিজয় /ফোনেটিক /প্রভাত ব্যবহার করে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন

………………………………………………………………………………………………………………………………………………………………………