সব রেস্তোরাঁ ধূমপানমুক্ত

বিডিনিউজ২৪
Published : 9 June 2012, 10:29 AM
Updated : 9 June 2012, 10:29 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রেস্তোরাঁকে ধূমপানমুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

জনস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে তারা।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি কমর উদ্দিন আহমেদ খোকন বলেন, "আজ (শনিবার) থেকে আমাদের সব রেঁস্তোরা ধূমপানমুক্ত ঘোষণা করছি।"

দেশের প্রায় ৫৫ হাজার রেঁস্তোরা ধূমপানমুক্ত করার এই ঘোষণা কার্যকর নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তামাকবিরোধী আন্দোলনের কর্মীরা রেঁস্তোরা মালিক সমিতির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইনে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধের আইনের মতো এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে অনেকের।

'পাবলিক প্লেসে' ধূমপানের জন্য জরিমানার বিধান করে আইন হওয়ার পরপরই তা প্রয়োগে তৎপরতা দেখা গেলেও ধীরে ধীরে তাতে ভাটা পড়েছে।

প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান রেস্তোরাঁ মালিকদের এই ঘোষণা স্বাগত জানিয়ে শিগগিরই এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারির আশ্বাস দিয়েছেন।

"আগামী মাসের মধ্যে রেস্তোরাঁগুলোকে জনসমাগমস্থল ঘোষণা করে একটি অধ্যাদেশ জারি হবে, আমি এই নিশ্চয়তা দিচ্ছি," বলেন তিনি।

ঘোষণা বাস্তবায়নের বিষয়ে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এম রেজাউল করিম সরকার রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা একটি পরিকল্পনা ইতোমধ্যে করেছেন এবং তা ধরে এগোবেন তারা।

"আমরা রেস্তোরাঁগুলোতে ধূমপানমুক্ত একটি সঙ্কেত লাগাব এবং ধূমপানমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে রেস্তোরাঁ ম্যানেজারদের নির্দেশনা দেব," বলেন তিনি।

এছাড়া নিজ উদ্যোগে বিষয়টি তদারকির জন্য সব মালিকদের নিজ নিজ রেঁস্তোরায় যাওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমডি/এমআই/১৫২১ ঘ.