টেকনিকাল রিপোর্ট রাইটিং

বিলাস আহমেদ খাঁন
Published : 26 Dec 2012, 06:01 AM
Updated : 26 Dec 2012, 06:01 AM

কভার লেটার, রেজুমি, রিসার্চ প্রোপজাল, থিসিস রাইটিং সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল রিপোর্ট লেখার জন্য ইংরেজি এবং অন্যান্য ভাষার অনেক টিউটোরিয়াল নেটে পাওয়া যায়। কিন্তু বাংলাভাষায় এসব বিষয়ে আলোচনা ভীষন অপ্রতুল। তাই, বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থী এবং এন্ট্রী লেভেল চাকুরীজীবীরা হরহামেশা বিভিন্ন অফিসিয়াল রিপোর্ট লেখার ফরম্যাট, কনটেন্ট নিয়ে বেশ গলদঘর্ম হয়ে থাকেন। তাদের জন্যে টিপস ভিত্তিক কোর্সঃ টেকনিকাল রিপোর্ট রাইটিং শুরু হচ্ছে শিক্ষক.কমে।

লেকচার আপলোড হলেই ই-মেইলে তা জানতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকটিতে ক্লিক করুন।

ধারাবাহিক লেকচারগুলোতে মূলত আলোচনা করা হবে বিভিন্ন অফিসিয়াল লেটার/ অ্যাপ্লিকেশন/ রিপোর্ট রাইটিং বিষয়ে। এটা একটা টিপস ভিত্তিক কোর্স যেখানে পরামর্শ ও উপদেশ দেয়া হবে বিভিন্ন ধরনের লেখার ফরম্যাট আর কনটেন্ট সম্পর্কে। এই কোর্সের উদ্দেশ্য রাইটিং শেখানো না, বরং বিভিন্ন অফিসিরাল রাইটিং এর ফরম্যাট এবং কনটেন্ট সম্পর্কে ধারনা দেয়া যাতে একজন শিক্ষার্থী বুঝে-শুনে তার লেখাটি তৈরী করতে পারে। নেটে সার্চ করলে অনেক চমৎকার আলোচনা এবং স্যাম্পল পাওয়া যাবে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এই বিষয়ে বাংলাতে টিউটোরিয়াল নেই বললেই চলে।

যেসব বিষয়ে আলোচনা করা হবে তাহলোঃ
১. কভার লেটার বা ইন্ট্রোডাকশন লেটার বা জব অ্যাপ্লিকেশন
২. রেজুমি রাইটিং
৩. প্রোগ্রেস রিপোর্ট রাইটিং
৪. রিকমেন্ডেশন রিপোর্ট রাইটিং
৫. ইন্টারনাল প্রপোজাল রাইটিং
৬. ফিজিবিলিটি রিপোর্ট রাইটিং
৭. মেমরেন্ডাম
৮. থ্যাংকস লেটার
৯. রিসার্চ প্রপোজাল
১০. থিসিস রাইটিং
ইত্যাদি।