ফেসবুকে গালিগালাজ

বিপ্লব মল্লিক
Published : 26 July 2015, 05:27 AM
Updated : 26 July 2015, 05:27 AM

আমরা পৃথিবী জন্ম নিই ভিন্ন ভিন্ন পরিবেশে তাই আমাদের ব্শ্বিাস ভিন্ন।কেই পরিবারের জন্মগত চেতনা ধরে রাখে আবার কেই সময়ের সাথে পরিবর্তন হয়।সবার মতামত এক হবে না।ফেসবুকে বিভিন্ন পেজ থাকে কিন্তু দেখা যায় ভিন্ন মতামতের পেজ হলেই আমরা গালাগালি শুরু করি যেটা আমাকে ভীষন ভাবে অবাক করে দেয়।আমরা যখন তখন ইচ্ছা করলেই ফেক আইডি খুলতে পারি নিশ্চয় ফেসবুক কোন অশিক্ষিত কুলি,কৃষক ,দিনমজুর ব্যবহার করে না ।কিন্তু এই শ্রেনীর মানুষ গুলো কেন গালাগালি করে তা আমার বোধগম্য নয়।যারা গালাগালি করে তারা হয়ত তাদের পরিবারের কোন ভাল মানুষ হিসাবে বিবেচ্য,তাদের রয়েছে যথেষ্ট সম্মান কিন্তু তাদের ভিতরে রয়েছে এক গালাগালি করার অভ্যাস।

গালাগালির প্রথম ধাপ জন্ম পরিচয় নিয়ে তোকে কিসে জন্মদিয়েছে ইত্যাদি ইত্যাদি।আমাদের কে কিসে জন্মদেয় নিশ্চয় সেটা আমরা জানি।আমার মনে হয় তোমরা যারা গালাগালি কর তোমরা হয়ত তোমাদের পরিবার থেকে এটা শিক্ষাগ্রহণ করেছ ।কারণ আমরা পরিবার থেকে শিখি।পরিবার হলো আমাদের প্রথম শিক্ষার স্হান ।