দেশের বহুল প্রচলিত সব পত্রিকায় নারী ও শিশুদের পাশাপাশি পুরুষদের হাসি কান্না নিয়ে পৃথক কলাম চাই।

বিতর্ক লেখক
Published : 15 August 2012, 05:38 PM
Updated : 15 August 2012, 05:38 PM

দেশের বহুল প্রচলিত সব পত্রিকায় নারী ও শিশুদের পাশাপাশি পুরুষদের হাসি কান্না নিয়ে পৃথক কলাম চাই। এতে সমাজের জেন্ডার বৈষম্যতা দূর হবে।

এ ধরনের পৃথক কলামের উপকারিতা:

১- পুরুষ সমাজকে আদর্শ বাবা হতে উৎসাহিত করা যাবে।
২- ইভটিজিং বন্ধ করা যাবে।
৩- যে সংসারে শুধুই বাবা আছেন তাদের আদর্শকে সমাজের সামনে তুলে ধরা যাবে।
৪- পুরুষকে নানা সাংসারিক বিষয়ে এডুকেশন দেওয়া যাবে।
৫- সমাজের ভাল ভাল কাজে ছেলেদের এগিয়ে আনার জন্য এ কলামের লেখার জন‍্য তাদের উৎসাহিত কার যাবে।
৬- মা এবং স্ত্রী দুজনকে কি ভাবে খুশি রেখে নিজও সুখি থাকা যায় সে বিষয় নিয়ে কথা বলা যাবে।
৭- এতে পুরুষেরা তাদের সুখ দুখের কথাও বলতে পারবেন।
৮- পুরুষের সাফল্যর কথা উল্লেখ করা যাবে।

দেশের বহুল প্রচলিত সব পত্রিকার কাছে বিনিত আবেদন, দয়া করে নারী ও শিশুদের পাশাপাশি পুরুষদের নিয়ে একটি আলাদা কলাম চালু করুন। এতে সমাজ উপকৃত হবে।