তালাক কি অপরাধ না নাগরিক অধিকার?

বিতর্ক লেখক
Published : 4 Sept 2012, 05:57 AM
Updated : 4 Sept 2012, 05:57 AM

দেশের বিভিন্ন পত্র পত্রিকায় কিভাবে পুরুষ নির্যাতন চলছে দেখুন তার নমুনা।

তালাক বিবাহিত মানুষের নাগরিক অধিকার। কিন্তু খবরের কাগজে কি ছাপা হল দেখুন। "লিখা হল তালাক দেওয়ার অপরাধে স্বমীকে খুন করলো স্ত্রী " দেশের পত্র পত্রিকা ও টিভি মিডিয়া গুলোতে ছেলেদেরকে দোষী করে লিখার এবং অনুষ্ঠান নির্মাণের ট্রেনডটা ইদানিং বেশি দেখা যাচ্ছে। ধরুন পত্রিকার কথাই যদি ঠিক হয় তাহলে কি ধরে নেব ঢাকা সিটির যে ১৫ হাজার নারী উনাদের স্বামীকে তালাক দিয়েছেন উনার সবাই অপরাধ করেছেন। নাকি এটা নারীবাদীদের সমাজ ও পরিবার ধংসের একটি চাল মাত্র।

আমার লিখা লিখি তে আপনি বুঝতে পরছেন যে আমি পুরুষদের উপরে নির্যাতন নিয়েই কথা বলছি। সমাজের প্রতিটি পুরুষকে আমি আবার বলতে চাই যে পুরুষ নামক খোলসের মাঝে না থেকে মানুষের কাতারে দাড়ান এবং আপনার উপর নির্যাতনের কথা পৃথিবীকে জানান। মনে রাখবেন আমার বাবা মুজিব একজন পুরুষ। ভারতের বাবা গান্ধীও একজন পুরুষ। আমেরিকার বাবা ওয়াশিংটনও একজন পুরুষ। এরা সবাই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। নারী ও পুরুষের স্বাধীনতার পাশে দাড়িয়ে সকল ধর্মকে শ্রদ্ধা করে আসুন সকল নাগরিকের অধিকার আদাই করি।