সর্বনিম্ন ভাড়া ৫ টাকা

বিকে সরকার
Published : 14 Feb 2015, 07:46 PM
Updated : 14 Feb 2015, 07:46 PM

বাবা-মা ঢাকাতে এসেছেন গতকাল বিকালে বিশেষ একটা কাজে। আজ সকালে সকাল ৯ ঘটিকার ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি সিএনজি নিয়ে কমলাপুর গিয়ে দেখলাম ৯'টার ট্রেন বিতিকা ৪ টায় ছাড়বে। ভাবলাম আহারে আমার সেই ছোট বেলার গান " আমাদের দেশটা সপ্নপুরি"। অতঃপর মহাখালী বাস স্ট্যান্ড এর উদ্দেশে রউনা হলাম। সিরাজগঞ্জগামী বাস এ বাবা মা কে তুলে দিয়ে অফিস এ রওনা হলাম। বলাকা বাস এ করে মালিবাগ মোড়ে নেমে ৬ নাম্বার বাস এ উঠে যথারীতি ১০ টাকার একটা নোট দিয়ে বললাম ৮ টাকা ফেরত দাও পল্টন এ নেমে যাব। বাস এর সুপারভাইজার আমাকে ৫ টাকা ফেরত দিয়ে বলল যে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। হটাৎ করে আমার অর্থমন্ত্রী মিঃ আবুল মাল আব্দুল মুহিত সাহেবের কথা মনে পড়ে গেল। উনি বলেছিলেন যে ১ টাকা এবং ২ টাকার নোট উঠিয়ে দিবেন। আর তাকে হেল্প করার জন্যই বাস মালিকেরা ৫ টাকার নিচে ভারা রাখতে চাইছে না কিন্তু উল্টো করে বললে বলতে হয় যে, তার উৎসাহের কারনেই বাস মালিকেরা এই রকম গরিব ঠকানোর ব্যবসায় নেমেছেন।  কী আর করবো চুপচাপ নিরবে ৫ টাকার নোটটা পকেটে রেখে দিলাম ।