বেতন বৃদ্ধিই গার্মেন্ট ইন্ডাস্ট্রির একমাত্র সমাধান নয়

সংকলক
Published : 20 June 2012, 05:39 AM
Updated : 20 June 2012, 05:39 AM

কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, কোনো রাষ্ট্রীয় বিপর্যয়েও নয়, নিজেদের শ্রমিকদের উপর রাগ করে একসঙ্গে এতগুলো শিল্প কারখানা বন্ধের কাহিনী পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি পাওয়া যাবে কী না সন্দেহ। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ৩ দশকের পুরোনো একটি শিল্পের এই হচ্ছে অর্জন।

বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে খুব প্রচলিত একটি কথা চালু আছে, সেটি হচ্ছে ষড়যন্ত্র। একদিকে মালিকপক্ষ বলেন- বিদেশী ষড়যন্ত্রকারীদের উস্কানিতে গার্মেন্ট শিল্পে তাণ্ডব হয়, অন্যদিকে আমাদের শ্রমিক নেতারাও বলেন যে এসব ভাংচুরের সঙ্গে শ্রমিকরা জড়িত নয়, বহিরাগত ষড়যন্ত্রকারীরা ভাংচুর করে শ্রমিকদের নায্য আন্দোলনকে সমাজের চোখে দোষী করে তোলে। আসলে এই দুই পক্ষই মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারছেন না নাকি করছেন না, সেটি নিয়ে আমার সন্দেহ আছে। পেশাগত ভাবে আমি একসময় গার্মেন্ট শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে এখানে দুটো কথা লেখার সাহস করছি।