পাকিস্তান: ছেলেদের সাথে বিয়ের অনুষ্ঠান উদযাপনের কারণে সন্দেহভাজন পাঁচ মেয়েকে সম্মান রক্ষায় হত্যা

সংকলক
Published : 20 June 2012, 05:48 AM
Updated : 20 June 2012, 05:48 AM

একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের খাইবার-পাকতুনখায়ার কোহিস্তান জেলার একটি জিরগা (উপজাতিদের সর্বোচ্চ পরিষদ, অনেকটা গ্রাম পঞ্চায়েতের মতো) পাঁচজন মেয়েকে হত্যার আদেশ দিয়েছে। গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে ছেলেদের সাথে নাচার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। যেসব ছেলে নেচেছিল তাদের একজনের ভাই আফজাল খান দাবি করেছেন, মেয়েরা ইতোমধ্যে মারা গেছে।

ইউসি পেশ বেলার প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের পরিবার তাদের হত্যার নির্দেশ কার্যকর করে। সংকীর্ণ ধর্মীয় ব্যাখ্যা দ্বারা সমর্থিত উপজাতি কোড এই অঞ্চলের বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। একই অপরাধে ৪ মাস আগে স্থানীয় জিরগা চারজন মেয়ে এবং দুইজনকে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিল। একটি মোবাইল ফোন ভিডিওতে পার্বত্য জেলা কোহিস্তানের গাদা গ্রামের একটি অনুষ্ঠানে তাদের নাচতে এবং গাইতে দেখে এ সাজা দেয়া হয়।