কিউবাঃ বহুগামিতা ও সাম্যবাদের জন্য চুম্বন

সংকলক
Published : 17 July 2012, 03:36 AM
Updated : 17 July 2012, 03:36 AM

"লাল কিছু নিয়ে আসুন এবং কাউকে চুম্বন করুন, কারণ সব ধরণের ভালোবাসাই গুরুত্বপূর্ণ!" গত ২৮ জুন বৃহস্পতিবার আরকয়রিস প্রজেক্ট নামে এক কিউবান গোষ্ঠী যারা নিজেদের একটি "স্বাধীন ও পুঁজিবাদবিরোধী এলজিবিটি সংগঠন" বলে দাবি করেছে, এভাবে অন্যান্য অনুরোধের সাথে তারা চাইছে যে সমকামী অভিভাবকদের স্বীকৃতি দেয়া হোক এবং বহুগামিতাকে কোন রোগ হিসেবে যাতে না মনে করা হয়।

প্লাজা ডে লা রেভ্যলুশনের কাছে "বহুগামিতা ও সাম্যবাদের জন্য চুম্বন" এর আমন্ত্রণের জন্য কয়েকটি ব্লগে, প্রস্তাব করা হয়েছেঃ

Es 28 de junio: nuestros besos serán homenaje a quienes murieron y mueren por el odio a lo diferente. Nuestros besos son el voto porque un día el 17 de mayo y el 28 de junio ya no signifiquen nada.

এটি ২৮ জুনঃ যারা ভিন্নতার বিরুদ্ধে ঘৃণার কারণে মৃত্যুবরণ করেছেন এবং করছে তাদের প্রতি আমাদের চুম্বনগুলো শ্রদ্ধা হিসেবে জ্ঞাপন হবে। আমাদের চুম্বন আমাদের শপথ, যে একদিন ১৭ মে ও ২৮ জুন বিশেষ কিছু বহন করবে না।