নিষেধাজ্ঞার ভয়ে ফের পরিবেশবান্ধব অ্যাপল!

সংকলক
Published : 17 July 2012, 03:49 AM
Updated : 17 July 2012, 03:49 AM

ইলেক্ট্রনিক পণ্যের পরিবেশগত রেটিং স্কিম ইপিট (EPEAT- Electronic Product Environmental Assessment Tool)-এ ফিরলো টেকনোলজি জায়ান্ট অ্যাপল। গ্রাহকদের একের পর এক অভিযোগের পর ইপিটের রেটিং স্কিমে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। প্রথম অবস্থায় ইপিটের তালিকা ছেড়ে বেড়িয়ে যাওয়া নিজেদের ভুল ছিলো বলেই স্বীকার করে নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। খবর বিবিসির।

২০০৬ সালে ইলেকট্রনিক প্রডাক্ট এনভায়রোসেন্টাল অ্যাসেসমেন্ট টুল বা ইপিট দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো অ্যাপল নিজেই। ইপিটের রেটিং স্কিমটির মূল লক্ষ্যই হচ্ছে, পরিবেশের জন্য তুলনামূলক কম বিপজ্জনক ইলেকট্রনিক পণ্যগুলো চিহ্নিত করা।

সম্প্রতি অ্যাপল নতুন একটি ল্যাপটপ বাজারে আনে, যা রিসাইকল করা খুবই কঠিন কাজ। ল্যাপটপটি ইপিটের রেটিং স্কিমে ভালো জায়গা করে নিতে পারবে না বুঝেই ইপিট ত্যাগ করার সিদ্ধান্ত নেয় অ্যাপল। কিন্তু পুরো ব্যাপারটি শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়ে দাঁড়ায় কোম্পানিটির জন্য।