বিড়ালের ভিডিও নিয়ে চলচ্চিত্র উৎসব!

সংকলক
Published : 17 July 2012, 03:54 AM
Updated : 17 July 2012, 03:54 AM

ইন্টারনেটে বিড়ালের নানা মজার ভিডিওর ভক্তের অভাব নেই। ৩০ অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে সেই জনপ্রিয় বিড়ালের ভিডিওগুলো নিয়ে হবে প্রথম চলচ্চিত্র উৎসব। খবর বিবিসির।

অবসর সময়ে বিড়ালের মজার কাণ্ডকারখানার ভিডিও দেখে অনলাইনে সময় কাটান অনেকেই। তুমুল দর্শকপ্রিয় ভিডিওগুলোর অন্যতম হচ্ছে ১৯৮৪ সালে ধারণ করা একটি ভিডিও, যাতে কি-বোর্ড বাজিয়ে শোনায় একটি বিড়াল। ২০০৭ সালে ইন্টারনেটে আপলোড করার পর আড়াই কোটিরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। এরকম জনপ্রিয় ভিডিওগুলোই দেখানো হবে ওই চলচ্চিত্র উৎসবে।

উৎসবটির আয়োজক কেটি হিল বলেছেন, 'বিড়ালের মজার মজার কাণ্ডকারখানার ভিডিওগুলো নিয়ে ফেস্টিভালের আয়োজন করতে পেরে আমি খুবই খুশি। ভক্তদের হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেবে ফেস্টিভালের ভিডিওগুলো।'