বাংলাদেশ: বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন রক্ষার ডাক

সংকলক
Published : 8 August 2012, 05:43 AM
Updated : 8 August 2012, 05:43 AM

সারা বিশ্বে বন্য বাঘের সংখ্যা এখন মাত্র ৩২০০ তে নেমে এসেছে। তাদের রক্ষা এবং এ বিষয়ে সচেতনতা আনার জন্যে বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশ বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়শিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় প্রতিবছর ২৯ জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল- বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচান।

রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল সুন্দরবন। কিন্তু নানা উদ্যোগ সত্ত্বেও সুন্দরবনে বাঘের মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ১৯৮০ থেকে ২০১২ সাল পর্যন্ত সুন্দরবনে শিকারিদের হানা, গ্রামবাসীর পিটুনি ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ৬৫টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত ২০ বছরে ৩৩টি এবং ২০০১ থেকে ২০১১ সালের জুলাই পর্যন্ত ১১ বছরে ৩২টি বাঘের মৃত্যু হয়েছে।