ইরান: ন্যাম শীর্ষ সম্মেলনের সময় তেহরানে অঘোষিত সান্ধ্য আইন

সংকলক
Published : 2 Sept 2012, 07:17 AM
Updated : 2 Sept 2012, 07:17 AM

ভারী নিরাপত্তা উপস্থিতির মধ্য দিয়ে তেহরানে ২৬শে আগস্ট, ২০১২ তারিখে ১৬শ জোট-নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনটি শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিমের মধ্যেকার স্নায়ুযুদ্ধের টানাটানিকে থামিয়ে দেয়া ১২০-জাতি জোট-নিরপেক্ষ আন্দোলনটিকে (ন্যাম) ইরান এবং অন্যান্যরাও বর্তমান বিশ্বের আলোচনাসমূহের একটি বিকল্প ফোরাম হিসেবেই দেখেছে। ইরান বলছে এটি সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের জন্যে একটি শান্তি পরিকল্পনা সম্পর্কে আলোচনার পরিকল্পণা করেছে, কিন্তু বাশার আসাদ শাসকগোষ্ঠীর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কোন বিদ্রোহী উপদল এতে অংশ নিবে না।

জোট-নিরপেক্ষ আন্দোলনের ১৬শ শীর্ষ সম্মেলনের লোগো। উৎস: ইরনা (ইরানী সংবাদ সংস্থা)। পাবলিক ডোমেইন।

তেহরানের 'অঘোষিত সান্ধ্য আইন (কারফিউ)'

তেহরানে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২৬শে থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। ইরানী রাষ্ট্রটি ইরানের রাজধানীটি পাঁচ দিনের জন্যে বন্ধ করে দিয়েছে এবং "ন্যাম নিরাপত্তা নিশ্চিত" করার জন্যে ১লক্ষ ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে।