গোটেবার্গ উৎসবে পুরস্কৃত বাংলাদেশের চিত্রনাট্য

সংকলক
Published : 2 Sept 2012, 07:32 AM
Updated : 2 Sept 2012, 07:32 AM

নির্মাতা কামার আহমাদ সাইমনের চিত্রনাট্য 'শঙ্ক্ষধ্বণি' গোটেবার্গ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। এছাড়া তরুণ স্থপতি-নির্মাতা জুটি সাইমন ও সারা আফরীন 'শঙ্ক্ষধ্বণি'-এর চিত্রনাট্যের জন্য বছরব্যাপী অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান লেখক-প্রযোজকদের শিবিরেও আমন্ত্রণ পেয়েছেন।

এ বিষয়ে সাইমন গ্লিটজকে বলেন, প্রতি বছর ইউরোপে অনুষ্ঠিত লেখক-প্রযোজকদের এই প্রতিযোগিতামূলক আসরে বাংলাদেশের কোনো চলচ্চিত্রের অংশগ্রহণ এটাই প্রথম। অন্যদিকে আগামীর নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্ব চলচ্চিত্র উৎসব-মানচিত্রে গোটেবার্গের বিশেষ একটি জায়গা আছে, যেখানে প্রতিবছর শুধু দর্শক সমাগমই হয় প্রায় দুই লক্ষাধিক। সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর নির্মীয়মান চলচ্চিত্র 'টেলিভিশন'-এর চিত্রনাট্যও এই আসরে সম্প্রতি পুরস্কৃত হয়েছে।