বাহরাইন: ব্লগার “ইমুডজ” অন্তরীণ

সংকলক
Published : 12 April 2011, 05:08 AM
Updated : 12 April 2011, 05:08 AM

ব্লগ পরিমণ্ডলে "ইমুডজ" নামে পরিচিত বাহরাইনের ব্লগার মোহামেদ এল-মাসকাতি গত ৩০ মার্চ ২০১১ তারিখে গ্রেফতার হন। রিপোর্টারস উইদাউট বর্ডার-এর মতে, @ ইমুডজ নামে পরিচিতি এল-মাসাকাতিকে রাজকীয় পরিবারের একজন সদস্য কর্তৃক টুইটারে হুমকী প্রদানের পর তাঁকে গ্রেফতার করা হয়।

টুইটারে তাঁর বাহরাইনি বন্ধুরা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনগণ তাঁর মুক্তি দাবি করেছে।

বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (@বাহরাইনরাইটস) রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর আরবী ভার্সনের প্রতিবেদনে একটি লিন্ক টুইট করে মন্তব্য করে:
تدين مراسلون بلا حدود أيضاً حملة القمع الممارس ضد المدوّنين البحرينيين. http://ow.ly/4sSRt #freeemoodz @emoodz #bahrain
বাহরাইনি ব্লগারদের দমনকে রিপোর্টার্স উইদাউট বর্ডার নিন্দা জানায়।

আফআফ আল-দাওয়ার (@পার্ল১৪ফেব) বলেন:

মোহাম্মেদ আলমাসকাতি @ইমুডজ নামের একজন বাহরাইনি ব্লগারকে মত প্রকাশের দায়ে গ্রেফতার করা হয়েছে# ফ্রিইমুডজ্#বাহরাইন#ফেব১৪

টু্ইটারে মুহাম্মেদ আবদুল্লা(@এমআব্দুল্লা৮৮) লিখেন:

@ইমুডজ কে আমি বাহরাইনের সংবাদের ক্ষেত্রে সবচাইতে উত্তম সোর্স হিসেবে নিশ্চিতভাবেই বিবেচনা করি। এখন তিনি কারাগারে আমরা তাঁর মুক্তি চাই#ফ্রিইমুডজ্

@জানুব১১ এল-মাসকাতির ২০০৭ সালে রেকর্ডকৃত ভিডিও শেয়ার করেছেন:

এ দশ মিনিটের ভিডিও টিতে এল-মাসকাতি ব্লগিং এবং ইসলাম বিষয়ে কথা বলেন এবং ইংরেজী ও আরবী নিয়ে কথা বলেন।

@মুলি৮৫,এল-মাকাতির বোন টুইটে ৪ এপ্রিল জানান যে, তাঁর ভাই পাঁচ দিন ধরে কারাগারে:

দিবস ৫: পাঁচ দিন হল আমার ভাই গ্রেফতার হয়েছেন! # ফ্রি ইমুডজ্

প্রখ্যাত ব্লগার মাহমুদ আল-ইউসিফ(@মাহমুদ), যিনি গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন তিনি ইমুডজের প্রতি সমর্থন ব্যক্ত করেন:

আমি আমার বন্ধু মুক্তমনা @ইমুডজ্ এর অনুপস্থিতি অনুভব করছি এবং দ্রুতই তাঁর সাথে করমর্দনের ইচ্ছা পোষন করছি। আমি জানি তিনি অবশ্যই মুক্ত হবেন।# ফ্রি ইমুডজ

রিপোর্টারস উইদাউট বর্ডারস জানান যে,রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল-মাকাতিকে হুমকী প্রদান করেন এবং এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকী প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলেন:

পরবর্তীতে খলিফা বলেন যারা মাকাতির মুক্তি চান : "#ফ্রি ইমুডজ বাহরাইনে যারা সন্ত্রাসী ইমুডজ-কে সমর্থন করেন তাঁদের আইপি ঠিকানা কেড়ে নেওয়া হবে এবং তাঁরা গ্রেফতার হবেন!"

রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকি প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলার আগে।

রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকি প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলার আগে।