বাংলাদেশ: সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ক্ষুব্ধ, লজ্জিত

সংকলক
Published : 7 Oct 2012, 06:28 AM
Updated : 7 Oct 2012, 06:28 AM

"আমার কোন অজুহাত নেই। আমার পরিবারের উপর শুয়োরের দলের হামলা হয়েছে। আমি ঠেকাতে পারিনি। এই অপরাধের দায় নিয়ে মাথা নিচু করে আছি। আমি লজ্জিত। আমার ক্ষমা পাওয়া উচিত নয়, তবুও আমি হাতজোড় করে ক্ষমা চাই।"

"আমি খুব লজ্জ্বিত… পেপারে ধ্বংসযজ্ঞের ছবি দেখে খুবই খারাপ লাগছে। মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, ধর্মের নামে এই অনাচার বন্ধ হোক।"

এই রকম অসংখ্য স্ট্যাটাস এখন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে শোভা পাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে না পারায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অনেকেই লজ্জ্বিত। কেউ ক্ষমা চাচ্ছেন। কেউ প্রতিবাদে রাজপথে নেমে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনার বিচার দাবি করছেন।