পূর্ব তিমোর: সুশীল সমাজ সংযুক্ত হচ্ছেন

সংকলক
Published : 7 Oct 2012, 06:29 AM
Updated : 7 Oct 2012, 06:29 AM

পূর্ব তিমোর এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নেয়া কতিপয় পদক্ষেপের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মূল লক্ষ্য ছিল সুধী সমাজের কাছে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করা। উচ্চমূল্য, দুর্বল অবকাঠামো এবং টেলিযোগাযোগ খাতে একটি প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্যই বলে দিচ্ছে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ডিজিটাল প্রযুক্তি দ্বারা দেশটির জ্ঞান, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি অধিক বিস্তৃত ইতিবাচক পরিবেশ তৈরি করার পূর্বে।

নতুন নিয়ন্ত্রিত পরিবেশ

গত বছরের ফেব্রুয়ারিতে একটি গ্লোবাল ভয়েসেস পোস্টে ঐ সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল যেখানে ডিজিটাল প্রযুক্তির সাথে পূর্ব তিমোরের গভীর ব্যবধানের চিত্র তুলে ধরা হয়েছিল: "৯ বছরের ইন্টারনেট, এখনও একটিমাত্র আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) এবং ডিজিটাল প্রযুক্তির সাথে দূরত্ব"। পোস্টটি এভাবে শুরু হয়েছিল: