‘কমবয়সী’ মোনালিসা প্রদর্শনী!

সংকলক
Published : 7 Oct 2012, 06:40 AM
Updated : 7 Oct 2012, 06:40 AM

জেনেভা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'মোনালিসা'র আগের একটি সংস্করণ প্রদর্শন করা হচ্ছে জেনেভায়; যাতে একই ভঙ্গিমার মোনালিসার তূলনামূলক কম বয়স ফুটে উঠেছে।

বৃহস্পতিবার এ চিত্রকর্মের প্রদর্শনী হওয়ার কথা। আয়োজকদের দাবি, এ ছবিটিই বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম 'মোনালিসা'র মূল সংস্করণ।

সুইজারল্যান্ড-ভিত্তিক মোনালিসা ফাউন্ডেশন জানিয়েছে, তিন দশক ধরে পরিপূর্ণ গবেষণায় স্পষ্টতই প্রমাণিত হয়েছে যে, এ সংস্করণটি ভিঞ্চির আঁকা মোনালিসার প্রথম দিকের চিত্রকর্ম।

ফাউন্ডেশনের সদস্য ও অঙ্কনশিল্প ইতিহাসবিদ স্ট্যানলি ফেল্ডম্যান বলেছেন, "সম্ভাব্য সব দৃষ্টিকোণ থেকে আমরা এ চিত্রকর্মটি যাচাই করেছি এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী যে কোন দিক থেকেই এটি ল্যুভর জাদুঘরে রাখা লিসা ঘেরারদিনির চিত্রকর্মটির প্রারম্ভিক সংস্করণ।"