দারিদ্র্য থেকে ৩৫ মিলিয়ন লোকের মুক্তি- কিন্তু ব্রাজিল কি পারবে বৈষম্য থেকে বেরিয়ে আসতে?

সংকলক
Published : 22 Oct 2012, 04:53 AM
Updated : 22 Oct 2012, 04:53 AM

জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য নির্মূল করার কর্মসুচী পরিচালনা করছে। কিন্তু অনেক দেশই এই লক্ষ্যে পৌছাতে পারবে না। তবে কিছু দেশ অবশ্য লক্ষ্যমাত্রার কাছে যেতে পারবে।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। এর জনসংখ্যা ১৯৪ মিলিয়ন। গত এক দশকে ৩৫ মিলিয়ন লোককে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করে এনে দেশটি ইতোমধ্যে সবার বাহবা কুড়িয়েছে। তাছাড়া দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতি দেশ হিসেবে দেশটিতে মধ্যবিত্ত মানুষের সংখ্যাও বেড়েছে।

ইকোনমি ওয়াচ লিখেছে:

ব্রাজিলের মোট জনসংখ্যা ৫৩ শতাংশ- ১০৪ মিলিয়ন মানুষ ইতোমধ্যে মধ্যবিত্ত শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। ১০ বছর আগেও এই সংখ্যা ছিল ৩৮ শতাংশ। বৃহস্পতিবার একজন কর্মকর্তা সরকারি গবেষণায় এমনটিই উঠে এসেছে বলে জানিয়েছেন। […] যদি ব্রাজিলের মধ্যবিত্তরা দেশ গড়তো, মেক্সিকোর পরেই এটাই হতো ১২তম বৃহত্তম দেশ।