২১০০ সালে প্রাগৈতিহাসিক যুগে ফিরবে সমুদ্র!

সংকলক
Published : 22 Oct 2012, 04:55 AM
Updated : 22 Oct 2012, 04:55 AM

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পানিতে অ্যাসিডের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে ১১ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগে ফিরে যেতে পারে সমুদ্রের শাব্দিক পরিবেশ। এখনকার তুলনায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে তিমির গানের মতো নিচু কম্পাঙ্কের আওয়াজ। জলে নেমে আশপাশে ডাইনোসর যুগের কোনো দানবের সঙ্গে সাঁতার কাটার মতো অনুভ‚তিও হতে পারে ডাইভারদের। খবর লাইভসায়েন্স-এর।

বাতাসের গ্রিনহাউস গ্যাস সমুদ্রের জলের সঙ্গে মিশে বাড়িয়ে দেয় অ্যাসিডের পরিমাণ। সমুদ্রের তল থেকে পাওয়া নমুনা বিশ্লেষণ করে ৩০ কোটি বছর আগে সমুদ্রের জলের অ্যাসিডের পরিমাণও নির্ধারণ করতে পেরেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, যেভাবে জলে অ্যাসিডের পরিমাণ বাড়ছে, তাতে ২১০০ সালে ডাইনোসরদের রাজত্বকাল ক্রিটেসিয়াস যুগের মতোই হবে সমুদ্রে অ্যাসিডের পরিমাণ।