“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”

সংকলক
Published : 20 Nov 2012, 05:16 AM
Updated : 20 Nov 2012, 05:16 AM

গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে – যার জের এখনও চলছে।

পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:

الحصيلة حتى الآن| 15 شهيد (منهم 3 أطفال, سيدة حامل بتوأم, وعجوزين) + 140 إصابة. #غزة

@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত – ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা