এইডস রোগীদের বিনামূল্যে ওষুধ দেবে সরকার

সংকলক
Published : 20 Nov 2012, 05:32 AM
Updated : 20 Nov 2012, 05:32 AM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বর থেকে দেশের এইডস আক্রান্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির (এনএএসপি) লাইন ডিরেক্টর মো. আব্দুল ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে পাঁচটি বড় হাসপাতালে রোগীদের এসব ওষুধ দেয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে চিকিৎসাধীন প্রায় এক হাজার এইডস রোগীর এক বছরের চিকিৎসার জন্য ইতোমধ্যে চার কোটির বেশি টাকার ওষুধ কেনা হয়েছে।

এইচআইভি/এইডস আক্রান্তরা বর্তমানে বিনামূল্যে এন্টিরিট্রোভাইরাল থেরাপি (এআরটি) পাচ্ছেন। কিন্তু এইডস, যক্ষা ও ম্যালেরিয়া বিরোধী লড়াইয়ের বৈশ্বিক তহবিলের (জিএফএটিএম) আওতায় এ চিকিৎসা সহায়তার প্রকল্প আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে।

এইডস আক্রান্তদের নিয়ে যে সব বেসরকারি সংগঠন কাজ করে তারা রোগীদের ওই চিকিৎসা দিয়ে থাকে। কিন্তু প্রকল্পটি শেষ হলে রোগীরা বিনামূল্যে এসব ওষুধ নাও পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।