কেনিয়া: কিবেরা সংবাদ নেটওয়ার্কের নাগরিক সাংবাদিকতা

সংকলক
Published : 12 May 2011, 07:38 AM
Updated : 12 May 2011, 07:38 AM

কেনিয়ার কিবেরা অঞ্চলের তরুণরা, যেটা পরিচিত আফ্রিকার সব থেকে বড় বস্তি হিসাবে, দৃঢ়কল্প যে তারা যে স্থানে থাকে তার অন্য এক চেহারা দেখাতে। হাতে ভিডিও ক্যামেরা নিয়ে, তারা গল্পের সন্ধানে ঘোরে বিশ্বকে দেখানোর জন্য যে কিবেরা নিজেকে কিভাবে দেখে।

এই প্রকল্প ২০১০ সালের এপ্রিলে শুরু হয়েছে মূলত: ম্যাপ কিবেরা আর কিবেরা কমিউনিটি ডেভেলপমেন্ট এজেন্ডা (KCODA) দ্বারা। এটি শুরু হয় মাত্র দুইজন তরুণ সাংবাদিক নিয়ে আর বর্তমানে ১৪ জন তরুণ কর্মরত আছে যারা ভিডিও রেকর্ড, সম্পাদনা আর ওয়েবে তুলে দেবার কাজ করে: কেবল তাদের নিজেদের ওয়েবসাইট কিবেরা নিউজ নেটওয়ার্কেই না বরং ভয়েস অফ কিবেরাতেও যেটি একটি সাইট যারা তাদের ভিডিও আর অন্যান্য খবর যা মানুষ এসএমএস আর অন্যান্য মাধ্যমে পাঠায় সেগুলোকে মানচিত্রে দেখায়।

বাকী অংশ পড়তে দেখুন