টরথ: প্রাচীন মিশরের চন্দ্রদেব

সংকলক
Published : 12 May 2011, 07:46 AM
Updated : 12 May 2011, 07:46 AM

সামহোয়ারইনব্লগে ইমন জুবায়ের প্রাচীন মিশরের চন্দ্রদেব সম্বন্ধে লিখেছেন,

প্রাচীন মিশরের চন্দ্রদেব টরথ। টরথ কে জ্ঞান ও প্রজ্ঞার দেবতা মনে করা হত। অথচ জ্ঞান ও প্রজ্ঞার দেবতা টরথকে প্রাচীন মিশরীয়রা কল্পনা করেছিল বেবুনরূপে। কি এর কারণ? আর যে আইবিস পাখি বাঁকানো ঠোঁট দিয়ে কাদা খুঁটে খায়- সেই আইবিস পাখির মাথা জুড়ে দিয়েছিল জ্ঞান ও প্রজ্ঞার দেবতার মাথায়! এও এক বিস্ময়। সুপ্রাচীন কালে প্রাচীন মিশরের হার্মোপোলিস নগরে গড়ে উঠেছিল চন্দ্রদেব টরথ এর উপাসনা। আজও সেই নগরে বেবুনরূপী চন্দ্রদেব টরথ ভাস্কর্য চোখে পড়ে। প্রাচীন মিশরের মানুষ মনে করত আইবিস পাখির রূপ ধরে দেবতা টরথ একটি বিশ্বডিম পেড়েছিল। এরপর দেবতা টরথ-এর সংগীতের ঐকতানে চারটে ব্যাঙ দেবতা এবং স্বর্পরাণীর সৃষ্টি হয়েছিল। এরাই পরবর্তীকালে একটানা দেবতা টরথ-এর গান গেয়েছিল। এতে নাকি আকাশে সূর্যদেবে যাত্রা সম্ভ ব হয়েছিল। এমনই ধারণা ছিল প্রাচীন মিশর বাসীর …