চীনঃ নেটিজেনরা আগামী নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করছে

সংকলক
Published : 1 June 2011, 08:49 AM
Updated : 1 June 2011, 08:49 AM

বৃহস্পতিবার ফুঝো-এর বোমা বর্ষণের মাঝেও সিনো ওয়েবো-তে এক অসাধারণ ঘটনা ঘটে: এই সপ্তাহের শুরুতে সারা দেশের বিভিন্ন নাগরিকরা শরত-এ অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় পিপলস কংগ্রেস নির্বাচনেস্বাধীন প্রার্থী হিসেবে অংশ নেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। মূলত পৌরসভা পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে জনতা ভোট দিতে পারে। যে সমস্ত ব্যক্তি স্বাধীন ভাবে এই নির্বাচনে অংশ নেবার কথা ঘোষণা করেছে, তাদের মধ্যে রয়েছে সাংবাদিক লি চেংপেং এবং ইয়াওবো।

যদিও বিষয়টি অভূতপূর্ব নয়- হুবেই এর পৌরসভা থেকে একজন স্বাধীন প্রার্থী হিসেবে ইয়াও লিফার ১৯৯৮ সালে পিপলস কংগ্রেসের আসন লাভের পর কয়েক ডজন ব্যক্তি তার এই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করে। ওয়েবো, তার পাতায় বেশ কিছু প্রার্থীকে তাদের পরিচিতি তুলে ধরার জন্য আলাদা ভাবে জায়গা করে দিয়েছে, একই সাথে তারা সকলেই তাদের মাইক্রোব্লগে নিজেদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে।

পুরো পোস্ট পড়ার জন্য ভিজিট করুন গ্লোবালভয়েসের এই লিংক