‘আর্মেনীয় গণহত্যার সঙ্গে বাংলাদেশের গণহত্যার অনেক মিল’

সংকলক
Published : 1 June 2011, 08:58 AM
Updated : 1 June 2011, 08:58 AM

আমরা বন্ধু ব্লগে জনপ্রিয় ব্লগার শওকত হোসেন মাসুম রাজনীতি নিয়ে এ যাবতকাল বিশ্বে নির্মিত উল্লেখযোগ্য সিনেমা নিয়ে রিভিউ লিখছেন "রাজনীতি নিয়ে সিনেমা- ১: গণহত্যা পর্ব- ১" শিরোনামে । ১৯১৫ সালে অটোমান সাম্রাজ্যের শেষ সময়ে তুর্কিরা যে গণহত্যা চালিয়েছিল তার উপর ভিত্তি করে নির্মিত ছবি 'আরারাত' প্রসংগে তিনি লিখেছেন,

আর্মেনীয় গণহত্যার সঙ্গে বাংলাদেশের গণহত্যার অনেক মিল। পাকিস্তানিরা যেমন স্বীকার করে না, তেমনি তুরস্কও স্বীকার করে না। আজও আর্মেনীয়রা লড়ছে সেসময় যে গণহত্যা হয়েছিল তার স্বীকৃতি পেতে।

সিনেমার বিষয়বস্তু হিসাবে যে চিত্র উঠে এসেছে, তা তিনি এভাবে তুলে ধরেন,

এ সময়ে ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পর পর এই গণহত্যা হয়েছিল। তুরস্ক দীর্ঘদিন ধরে এই গণহত্যা অস্বীকার করে আসছে। তারা বলে আসছে যে, অটোমান সাম্রাজ্য ভাঙ্গার সময়ে গণ অসন্তোষের কারণে হত্যা ও মৃতের সংখ্যা বেড়েছিল।

সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য আপনাকে ভিজিট করতে হবে এই লিংক