টিকিট কেনা নিয়ে মিরপুরে সংঘাত, ভাংচুর

সংকলক
Published : 2 Jan 2011, 01:54 PM
Updated : 2 Jan 2011, 01:54 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের টিকিট কেনার লাইনে দাঁড়ানো নিয়ে রাজধানীর মিরপুরে সংঘর্ষ ও কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনে সিটি ব্যাংকের সামনে এ সংঘাত বাঁধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

সিটি ব্যাংকের ৫০টি আর অগ্রণী ব্যাংকের ৩০টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি রোববার সকালেই শুরু হয়। টিকিটের জন্য শনিবার একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ক্রিকেটমোদীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুরে সকাল সাড়ে ১০টার দিকে লাইনে আগে-পিছে থাকাকে কেন্দ্র করে ধাক্কধাক্কি শুরু করে। এ অবস্থা বেশ কিছুক্ষণ চলতে থাকে। বেলা সোয়া ১২টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ তা থামাতে যায়। তখন পুলিশে সঙ্গে টিকিটপ্রার্থীদের সংঘর্ষ শুরু হয়।

দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হট্টগোল সৃষ্টি হলে পুলিশ মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সময় একটি বাস ভাংচুর হয় বলে জানান তিনি।

তবে স্থানীয়রা বলছেন, তিন থেকে চারটি গাড়ি ভাংচুর হয়েছে।

টিকিট কেনার জন্য অন্য স্থানগুলোর মতো মিরপুরেও দীর্ঘ লাইন রয়েছে।