ব্লগারদের আপডেট: তেল-গ্যাস চুক্তি বিরোধী আন্দোলন

সংকলক
Published : 3 July 2011, 07:54 AM
Updated : 3 July 2011, 07:54 AM

"ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পালিত হরতাল , বর্বর পুলিশি হামলা এবং আমরা !" শিরোনামের পোস্টে পোস্টদাতা ইকারুসের ডানা লিখেছেন,

সকাল থেকে যা যা ঘটলো সেগুলো এরকম –

সকাল ৬:৫০ থেকে ৭:০০টার দিকে শাহবাগে পুলিশের ব্যারিকেড পাশ কাটানোর সময় পুলিশের বর্বরোচিত লাঠিচার্জ শুরু হয় অহেতুক । অনেকেই আহত হন এসময় ।
আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের ( ফ্রন্ট , ফেডারেশন , ইউনিয়ন ) ১৪ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ । থানার ভেতর তাদের অমানুষিকভাবে লাঠিপেটা করা হয় ।


দিনমজুরের গ্রেফতার অনলাইন কমিউনিটির প্রেরণা
শীর্ষক পোস্টে জোবায়েন সন্ধি লিখেছেন,

আপনারা জানেন বাংলা ব্লগের অন্যতম খ্যাতিমান ব্লগার দিনমজুর নামে মূলত তিনজন তরুন প্রকৌশলী লিখে থাকেন যাদের মধ্যে অন্যতম অনুপম সৈকত শান্ত। তেল-গ্যাস নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখা আমাদের অনেক চরম সত্যের মুখোমুখি করেছে। আজ সকালে প্রখ্যাত এই ব্লগার কনোকোফিলিপসের সাথে অন্যায্য চুক্তির প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

ব্লগার দিনমজুর , আনু স্যার সহ সংগ্রামী যোদ্ধাদের কাপুরুষের মত গ্রেফতার করেছে পুলিশ। এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।আজকের হরতাল কী, কেন এসব বলাই বাহুল্য।

আসুন আমরা আজ যে যেখানে থাকি না কেন শাহবাগ থানার সামনে এসে জড় হই। ছাড়িয়ে নিয়ে আসি অকুতোভয় যোদ্ধাদের। বাংলা ব্লগস্ফিয়ারের শক্তি আর একবার প্রমান করি। লেখক, সুশীল, গদ্যকার, সাংবাদিক যে যেখানে আছে মনে জোর নিয়ে এই মুহুর্তে চলে আসুন শাহবাগ থানার সামনে। এসে জড় হই।

… ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ১১ টার দিকে দুই নারীসহ দশজনকে আটক করেছে পুলিশ| আটককৃত নারী সদস্যরা হচ্ছেন, সেঁজুতি এবং মৌসুমি| পুলিশ হরতাল সমর্থনকারীদের রাজু ভাস্কর্য এলাকায় ধাওয়া করলে তারা টিএসসিতে অবস্থান নেন| পরে পুলিশ টিএসসিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে| অতীতে কখনই টিএসসি থেকে কাউকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন হরতাল সমর্থনকারীরা| তারা বলেন, এটা ইতিহাসেই নজিরবিহীন একটি ঘটনা| হরতালের শেষ মুহ'র্তে শাহবাগ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফয়েজ| তাকে শাহবাগ মোড় থেকে গ্রেপ্তার করা হয়| এর আগে শাহবাগ থেকে হরতালকারীদের একটি মিছিল কার্জন হল দিয়ে পলাশীর দিকে যাওয়ার সময় দোয়েল চত্বরের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়| এ সময় এক পুলিশসহ ৪ মিছিলকারী আহত হন|