একজন সহযোদ্ধাকে যেভাবে মুক্ত করে এনেছি …

সংকলক
Published : 3 July 2011, 05:33 PM
Updated : 3 July 2011, 05:33 PM

ব্লগার দিনমজুর ভাই ও ফিরোজ ভাইকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে চারদিকের অব্যাহত চাপের কারনে।

আজকের হরতালে গ্রেপ্তারকৃতদের নিয়ে আপডেট পোস্ট দিয়েছেন ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি।

ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি লিখেছেন,

আরো যারা আজ মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং যাদের নৈতিক এবং মানসিক সমর্থন ছিল আমাদের আন্দোলনের প্রতি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত ব্লগার ও অন্যান্যদের তালিকা পাওয়া গেছে ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি'র অপর এক পোস্টে

রুদ্রপ্রতাপের উচ্চকিত আহবানে মানব-বন্ধনের কর্মসূচি হাতে নিই আমরা। একে একে আমাদের সাথে যোগ দেন অনেক ব্লগার। যাদের যাদের নাম মনে রাখতে পেরেছি তারা হলেন-

রুদ্রপ্রতাপ
নাহোল
জাহাজী পোলা
ডিজে বোহেমিয়ান
বিপ্লব
কৃষ্ণকলি এবং আরো প্রায় জনা বিশেক ব্লগার, অনেককেই চিনি না, তাই নামও দিতে পারলাম না।।

পোস্টে ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি আরো লিখেছেন,

আর একবার বাংলা ব্লগস্ফিয়ারের শক্তির মহড়া হল। আমরা পেরেছি। এবার আমরা কনোকো ফিলিপসের সাথে চুক্তি একইভাবে বাতিল করিয়ে ছাড়ব। কোন সন্দেহ নাই। আত্মবিশ্বাস বহুগুন বেড়ে গেছে।
দেশের স্বার্থে কোন আপোষ নাই।

***
বিস্তারিত পোস্ট: