১২ জুলাই থেকে নায়রোবিতে রাকীব হাসানের পেইন্টিং প্রদর্শনী

সংকলক
Published : 23 July 2011, 05:04 PM
Updated : 23 July 2011, 05:04 PM

সাহিত্য বিষয়ক সাইট সাময়িকী থেকে জানা গেল, কেনিয়ার রাজধানী নায়রোবির শিল্পাঙ্গনের প্রাণকেন্দ্র আলিয়সঁ ফ্রাঁসেজে আগামী ১২ই জুলাই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের শিল্পী রাকীব হাসানের সাম্প্রতিক চিত্রকর্মের একক প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত।

শিল্পী রাকীব এর সংক্ষিপ্ত পরিচিতিতে সাময়িকী সংবাদ জানাচ্ছে,

ফাইন আর্টস নিয়ে কেনিয়াতে পড়াশোনা করেছেন রাকীব। প্রথমদিককার এক্সপেরিমেন্টাল কাজের গ্রাউন্ড হিসেবেও বেছে নিয়েছিলেন আফ্রিকান মানুষ ও তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে। রাকীব হাসান জানান, এখানকার মানুষের শিল্পবোধ ব্যতিক্রমধর্মী, পৃথিবীর অন্য কোথাও এমন দেখা যায় না। এ ভিন্ন দৃষ্টিভঙ্গিই রাকীবকে তার নিরীক্ষাধর্মী কাজের অনুপ্ররণা যুগিয়েছে। পরে ইংল্যান্ড ও ফ্রান্সে বৃত্তি নিয়ে বিভিন্ন প্রজেক্টে আফ্রিকান ও ইউরোপীয় আর্টের মিশেলে কাজ করার সুযোগ হয় তার।