সন্ত্রাসের ঘটনার পর মুম্বাইয়ের আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে

সংকলক
Published : 24 July 2011, 08:58 AM
Updated : 24 July 2011, 08:58 AM

এমনটা নয় যে মুম্বাই এই প্রথম কোন সন্ত্রাসী হামলার শিকার হল। ক্রমশ বাড়তে থাকা ভারতে এই বিশাল নগর ১৯৯৩ সাল থেকে বেশ কয়েক বার বোমা হামলার শিকার হয়েছে এবং বিশেষ করে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি বিশ্ববাসী, বিশেষ করে ভারতীয় অনেকর মনে এখনো তাজা।

বুধবার, ১৩ জুলাই, ২০১১ প্রায় সন্ধ্যা ৭.০০ টার সময়, জ্যাভিয়ার বাজার, অপেরা হাউজ এবং দাদর-এ, তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, এর সবগুলো ছিল জনাকীর্ণ এলাকায়। জ্যাভিয়ার বাজার দক্ষিণ মুম্বাইয়ের এক অন্যতম ব্যস্ত বাজার। এ পর্যন্ত প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, এই ঘটনায় অন্তত ২১ জন ব্যক্তি নিহত হয়েছে এবং অজস্র মানুষ আহত হয়েছে। নাগরিকদের উপর পরিচালিত এই সন্ত্রাসী হামলার কারণে সারা মুম্বাই জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।

সম্পূর্ণ পোস্ট পড়তে ক্লিক করুন এখানে