ইরানঃ গরমের ‘উত্তাপ’ যথাযথ পোশাক না পরা ব্যক্তিদের উপর আক্রমণের সুযোগ করে দিয়েছে

সংকলক
Published : 24 July 2011, 09:16 AM
Updated : 24 July 2011, 09:16 AM

বিশ্বের অনেক জায়গায় গরমকাল মানে, প্রখর সূর্য, সমুদ্র এবং গরমের লম্বা ছুটি উপভোগের কাল। ইরানে গরমকাল মানে এর সাথে আরেকটি বিষয় যুক্ত হওয়া: 'অনইসলামিক' অথবা 'যথাযথ নয়' এমন কাপড় পরিধান করা। এ বছর ইরানে সবাই শালীন পোশাক পরছে কিনা তা দেখার কাজে ট্রাফিক পুলিশ সাহাযা করছে। আর যাদের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে যে, তারা "যথাযথ পোশাক" পরেনি, তাদের কেবল সর্তকতা প্রদান করে কিংবা জরিমানা ধার্য করেই ছেড়ে দেওয়া হচ্ছে না, অনেক সময় নিরাপত্তা বাহিনী শালীন পোশাক না পরার কারণে মেয়েদের গ্রেফতার করছে। ইরানের বিভিন্ন অঞ্চলের নেট নাগরিকদের ভিডিও ইরানের সত্যিকারের "উত্তাপ" প্রদর্শনের ক্ষেত্রে সাহায্য করবে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে