অবৈধ চিকিৎসা কেন্দ্রে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ

সংকলক
Published : 24 July 2011, 09:51 AM
Updated : 24 July 2011, 09:51 AM

জটিল সব রোগ থেকে চির মুক্তি দিতে উত্তরের জেলা পঞ্চগড়সহ ৫ টি উপজেলার অলিগলি পাড়া মহল্লায় গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ চিকিৎসা কেন্দ্র। জীবনের শেষ চিকিৎসা যৌন, হাঁপানি, জন্ডিস, আলসার সহ নানান জটিল রোগ হতে চির মুক্তি পেতে অবৈধ ভাবে গড়ে উঠেছে হারবাল ও আয়ুর্বেদিক দাওয়াখানা। চিকিৎসার নামে প্রতারণার ফাঁদে ফেলে শত শত রোগীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই চলছে চিকিৎসার নামে অভিনব প্রতারণা। বিভিন্ন এলাকায় অনুসন্ধান করে ভুয়া চিকিৎসক দের এসব অপচিকিৎসার চিত্র দেখা যায়। চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা চক্র রোগীদের আকৃষ্ট করে থাকে। এদের নেই কোন সরকারী অনুমোদন। এসব চিকিৎসালয়ে স্থায়ীভাবে স্বাস্থ্যবান বা চিকন হওয়ার সকল ধরনের চিকিৎসাও চলে। স্বল্প শিক্ষিত ও সাধারন মানুষ নির্বুদ্ধিতার কারনে এসব ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে এসে প্রতারিত হচ্ছে। এসব ঔষধালয়ে গিয়ে কোন রোগী ভালো হয়েছে এমন নজির চোখে না পড়লেও, রোগীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রাস্তা, দেওয়াল, বাস,ট্রাকে বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপন হরহামেশাই চোখে পড়ে।

পুরো নিউজটি পড়তে ভিজিট করুন নাগরিক কণ্ঠ