বাহরাইন: লিলিয়েন খলিল, আরেক ব্লগীয় তামাশা নাকি প্রচারণা?

সংকলক
Published : 15 August 2011, 07:49 AM
Updated : 15 August 2011, 07:49 AM

লিলিয়েন খলিল (@লিলিয়েন_খলিল) নামে তথাকথিত আরব-আমেরিকান সাংবাদিকের পরিচয় ও অনুসন্ধান বিষয়ে গত ২ আগস্ট ২০১১ তারিখে ব্রিটিশ ব্লগার ও পিএইচডি ছাত্র মার্ক ওয়েন জোন্স (@মার্কোওয়েনজোন্স) একটি পোস্ট লিখেন।

ঐ সাংবাদিকের সকল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায় যে সব অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন, যে সব সাক্ষাতকার তিনি গ্রহণ করেছেন এবং যাদের সাথে তিনি দেখা করেছেন তা সবই সাজানো। এছাড়াও তিনি আটলান্টায় সিএনএন-এ কাজ করেছেন এবং সাংবাদিক হিসেবে তিনি তুর্কী সংবাদপত্র সাবাহ-তে কাজ করেছেন মর্মে তিনি যে দাবি করেছেন সে বিষয়ে উভয় প্রতিষ্ঠানই তাকে চেনার বিষয়টি অস্বীকার করেছেন। সাবাহ-তে যে তিনটি নিবন্ধ প্রকাশিত হয়েছে বলে তিনি যে দাবি করেন তা আসলে রয়টার থেকে নকল করা….. > বিস্তরিত

_______________
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ও গ্লোবালভয়েসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় গ্লোবালভয়েস থেকে শেয়ারকৃত।