ক্যাম্বোডিয়াঃ ব্লগের এক প্রবন্ধ খুনের তদন্তের দ্বার উন্মোচন করেছে

সংকলক
Published : 15 August 2011, 08:09 AM
Updated : 15 August 2011, 08:09 AM

নম পেন পোস্টের এক প্রবন্ধ অনুসারে মালয়েশিয়ায় এক ক্যাম্বোডিয় গৃহকর্মীর মৃত্যুর বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত ক্যাম্বোডিয় দূতাবাস এক তদন্তের উদ্যোগ নিয়েছে। আর এ কাজে দূতাবাসকে সাহায্য করেছে মালয়েশীয় পুলিশ বিভাগ।

এই গৃহকর্মীর খালাকে শ্রমিক নিয়োগ কোম্পানী এ্যাপটেসে এন্ড সি রিসোর্স কোম্পানী লিমিটেড জানায় যে তার ১৯ বছরের ভাগ্নি মালয়েশিয়ায় নিউমোনিয়ায় ভুগে মারা গেছে। তবে ক্যাম্বোডিয়া থেকে মালয়েশিয়ায় যাবার আগে তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গেছে যে তার শারীরিক অবস্থা ছিল একেবারে চমৎকার ।

এখন অভিযোগ উঠেছে যে তাকে হয়ত হত্যা করা হয়ে থাকতে পারে। খেমারাইজেশন নামক ওয়েবসাইট এই বিষয়ে একগুচ্ছ সংবাদ প্রকাশ করার পর এই অভিযোগ তীব্র হয়। এই সাইট এক নামহীন ব্যক্তির ইমেইল প্রকাশ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এই মেইলে উক্ত ব্যক্তি সংবাদ প্রদান করে যে এই গৃহকর্মী তার মালিকের দ্বারা নিপীড়িত হয়েছিল… > বিস্তারিত

_______________
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ও গ্লোবালভয়েসেসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে