লিবিয়া: খেলা শেষ গাদ্দাফি

সংকলক
Published : 22 August 2011, 02:06 PM
Updated : 22 August 2011, 02:06 PM

লিবিয়ার বিপ্লবীরা দেশের রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছে। উত্তেজনা লক্ষ্য করা গেছে অনলাইনে, যেখানে টুইটার ব্যবহারকারীরা আনন্দ এবং উদযাপনের সঙ্গে গাদ্দাফির ক্ষমতা ছাড়ার শেষ সময়টুকু তুলে ধরায় সক্রিয়। ইতিমধ্যে খবর এসেছে যে তার সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত বাহিনী আত্মসমর্পন করেছে এবং অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।ফরেন পলিসির ব্লেক হুনশেল এক টুইট বার্তায় জানাচ্ছেন:

@ব্লেক হুনশেল: খেল খতম। # লিবিয়া

এবং শাবাব লিবিয়া বলেছেন:

@শাবাবলিবিয়া: শহীদ স্কোয়্যার এখন 'সবুজ' স্কোয়্যার হিসাবে আনুষ্ঠানিক পরিচিত এবং মুক্তিযোদ্ধার জন্য বর্তমান আশ্রয়। খেলা শেষ।

টুইটার ব্যবহারকারীরা ত্রিপোলি থেকে টিভি পর্দায় লাইভ ফুটেজ রেকর্ড করে অনলাইনে তুলে দিচ্ছে।

হিন্দ হাসান লিখেছেন:

@হিন্দ হাসান: আমি স্কাই নিউজের অ্যালেক্স ক্রফোর্ডের গলা শুনতে পাচ্ছি না। তার পেছনে গাড়ির হর্ণের শব্দ, গুলির শব্দ হচ্ছে #লিবিয়া #ত্রিপোলি……> বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফো রডটকম ও গ্লোবালভয়েসেসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে