সিরিয়াঃ বিশ্বের যে সমস্ত শহর বাসারের বিপক্ষে এবং পক্ষে শোভাযাত্রা বের করেছে

সংকলক
Published : 24 August 2011, 02:38 AM
Updated : 24 August 2011, 02:38 AM

যখন সিরিয়ায় ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার রাষ্ট্রপতি বাসারের প্রতি ধৈর্য্য হারা হচ্ছে এবং তার প্রতি কঠোর হচ্ছে। পরিবর্তন এবং সংস্কারের দাবীতে তারা আল আসাদের প্রতি কঠোর হচ্ছে।

মার্চ-২০১১ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রবাসীরা সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েছে। বিশ্বের প্রায় সকল শহরে এই ধরনের র‍্যালি এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভের মধ্যে কোন কোন র‍্যালিত আসাদকে ক্ষমতা ত্যাগ করতে বলা হয়েছে এবং আবার অন্য সমাবেশে তার প্রতি আমৃত্যু ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

সানফান্সকিসো (১১ জুন,২০১১) এবং শিকাগো (জুলাই ৩), আর ওয়াশিংটন ডিসিতে (২৩ জুলাই) জনতা বিক্ষোভ প্রদর্শন করে, এই শহর যা যুক্তরাষ্ট্রের রাজধানী, সেখানে বিক্ষভকারীরা হোয়াইট হাউসের সামনে স্লোগান দিয়েছে: '' বাসার তুমি ক্ষমতা ছাড়"; যুক্তরাষ্ট্রের প্রায় সকল বড় বড় শহরে বিক্ষোভ প্রদর্শীত হয়েছে। এ সব বিক্ষোভে জনতা, সিরিয়ার অন্য সব শহরের সাথে দার'আ, হোমস এবং দেইর এল জোর শহরের নাগরিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে…> বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবালভয়েসেসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে