সৌদী: বাদশাহর জন্য বিশেষ টুইটার হ্যাশট্যাগ!

সংকলক
Published : 31 August 2011, 05:33 PM
Updated : 31 August 2011, 05:33 PM

#তাল৩এমরাক নামে একটি সৌদী হ্যাশটাগ খোলা হয়েছে যার আক্ষরিক অনুবাদ হল "আল্লাহ আপনার জীবনকে দীর্ঘায়িত করুন" অথবা পশ্চিমা ভাষায় অনুবাদ করলে অর্থ দাড়ায় "মহামান্য বাদশাহ"। এ হ্যাশট্যাগটি আজ (২৮শে আগস্ট) টুইটারে ঝড় তুলেছে। অনেকের কাছেই এ হ্যাশট্যাগটি বিষ্ময়কর মনে হয়েছে কারন কর্তৃপক্ষকে সৌদী নেটিজেনরা সাহসের সাথে তাঁদের বক্তব্যগুলোকে তুলে ধরেছেন। শুরুতে এ হ্যাশট্যাগটি মনে হয় সৌদী আরবের বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে পরিচালিত হত। সাধারণ নাগরিকদের জন্য যা নিষিদ্ধ এ শীর্ষ স্থানীয় ব্যক্তিরা তা করতে পারে এবং তাঁরা তাঁদের ইচ্ছামত শ্রেণীতে বসবাস করার ক্ষমতা রাখে।

যাহোক, পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হয় যে হ্যাশট্যাগটি মূলতঃ সৌদী বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পরিচালিত, আরব বসন্ত বিপ্লবের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণকারী স্বৈর শাসকদের পক্ষে থাকা সৌদী পররাষ্ট্র নীতির সমালোচনায় অ-সৌদীরা এ হ্যাশট্যাগ ব্যবহার শুরু করে …. > বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবালভয়েসেসঅলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে