ভারতঃ দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত

সংকলক
Published : 8 Sept 2011, 05:10 AM
Updated : 8 Sept 2011, 05:10 AM

আজ সকালে দিল্লি হাইকোর্ট ভবনের সামনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ব্যক্তি নিহত এবং প্রায় ৫০-এর বেশি নাগরিক আহত হবার সংবাদ পাওয়া গেছে। আপাতত মনে হচ্ছে এক একটি সুটকেসের ভেতরে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা রাখা হয়েছিল, তবে প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত জারী রয়েছে। এই ঘটনায় নেট নাগরিকরা বিস্ময় এবং ক্ষোভের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

@আদিত্যপাটোয়ারী – দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণ! নিরাপত্তা সংস্থা সমূহের এক ক্রমাগত ব্যর্থতা ! #দিল্লি #বিস্ফোরণ #ভারত http://goo.gl/fb/Qu4Kt

@আদিত্যপাটোয়ারী : কেন বিস্ফোরণের পর সতর্কতা জারী করা হল? নিরাপত্তা সংস্থা কি বিস্ফোরণের আগে সর্তক থাকতে এবং দিনটিকে রক্ষা করতে পারে না? #দিল্লি #ব্লাস্ট #ভারত

@শেখরকাপুর: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ার সংবাদ আসছে, এক ভয়াবহ বিপর্যয়, আরো একবার সন্ত্রাস ভারতকে আঘাত করল।

@এওয়াইএস৭: দিল্লি হাইকোর্ট-এর বাইরে বোমা বিস্ফোরণ……সন্ত্রাস আরো একবার আঘাত হানল!!

……………..>বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে