মায়ানমারঃ ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র

সংকলক
Published : 8 Sept 2011, 05:14 AM
Updated : 8 Sept 2011, 05:14 AM

মায়ানমারের একটি ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র তৈরি করা হয়েছে ' বার্মার ভিডিও সাংবাদিকদের মুক্ত কর নামক প্রচারণায় সাহায্য করার জন্য। এই মানচিত্র মায়ানমারের ৪৩টি কারাগারের অবস্থান চিহ্নিত করে এবং এদের সর্ম্পকে বিস্তারিত বর্ণনা প্রদান করে।

বার্মাতে ৪৩ টি কারাগার এবং প্রায় ১০০-এর মত শ্রম শিবির রয়েছে। এই সমস্ত জেলের পরিবেশ খুবই জঘন্য- এখানকার বন্দীরা নিয়মিতভাবে কর্মকর্তাদের হাতে শারীরিক এবং মানসিক ভাবে নিগৃহিত হয়। এখানে ওষুধ দুষ্প্রাপ্য এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার বিষয়টি অতি এক সাধারণ ঘটনা। বেশিরভাগ রাজনৈতিক বন্দীদের রেঙ্গুনের ইনসেন নামক কারাগারে রাখা হয়েছে। যদিও তাদের অনেককে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে শত শত মাইল দূরে দুর্গম এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা বৈরী পরিবেশ এবং ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য হয় ।

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে