তিউনিশিয়াঃ কৌতুকের কারণে পুলিশ ব্লগারকে পিটিয়েছে

সংকলক
Published : 23 Sept 2011, 11:00 AM
Updated : 23 Sept 2011, 11:00 AM

স্বৈরশাসক বেন আলীর পতনের আট মাস পার হয়ে গেছে, কিন্তু তারপরেও তিউনিশিয়ার পুলিশ এখনো মানবাধিকারের প্রতি তাদের নির্মমতা এবং সহিংসতা প্রদর্শন বন্ধ করেনি।

বুধবারে, তিউনিশিয়ার ব্লগার আজইয়াজ আমামইয়াকে (@আজইইয়োজ) পুলিশ গ্রেফতার এবং প্রহার করে, আর এর কারণ ছিল সে এক পুলিশ স্টেশনের কাছে কলা নিয়ে একটা কৌতুক বলেছিল। সেদিনই তাকে ছেড়ে দেওয়া হয়।

কেউ জানে না আমামইয়ার কৌতুকটি কি ছিল, কিন্তু মনে হচ্ছে তা পুলিশ কর্মকর্তাকে উত্তেজিত করে তোলে। গত সপ্তাহে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বেজিই চিয়াদ সেবসি জাতীর উদ্দেশ্য ভাষণ দেন। এই ভাষণে তিনি বলেন যে " দেশের জাতীয় প্রহরীদের শতকরা ৯৭ শতাংশ উত্তম, বাকীরা হচ্ছে বানর। এই মন্তব্য পুলিশ বাহিনীতে ক্ষোভের সঞ্চার করে, তারা দাবী করে এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

এই বিষয়টি হয়ত ব্যাখ্যা করতে পারে, কেন পুলিশ আমইয়ায়মের কৌতুকে নির্মম প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

…………………> বিস্তারিত

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে